উত্তর সহ পরীক্ষার প্রশ্নপত্র ২০১৯, বাংলা ,আসাম

উত্তরসহ পরীক্ষার প্রশ্নপত্র-২০১৯
১। অর্থ লেখ :

(ক) কণ্টক অথবা অকস্মাৎ
উত্তর। কণ্টক-কাটা।।

অকস্মাৎ-হঠাৎ বা সহসা।
(খ) অর্বাচীন অথবা জীবিকা
উত্তর। অর্বাচীন—স্বল্প/অল্প বয়স্ক, স্বল্প বুদ্ধি সম্পন্ন।

জীবিকা–বেঁচে থাকার উপায়/জীবনধারণের উপায়।
২। অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) গােবিন্দদাসকে কী উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর। দ্বিতীয় বিদ্যাপতি।
(খ) অন্নদার আত্মপরিচয়’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর। কবি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা 'অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত।

(গ) বঙ্গভাষা' কবিতাটির কবির নাম কী?
উত্তর। মাইকেল মধুসূদন দত্ত।
(ঘ) ফুলের বিবাহ' শীর্ষক পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর। কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের অন্তর্গত।
(ঙ) আমাদের বাড়ির সাহায্যে ......... বলিয়া একটি মেলা সৃষ্ট হইয়াছিল।    (শূন্যস্থান পূর্ণ কর)
উত্তর। হিন্দুমেলা।
(চ) মাের জীবন সেঅরণ’ গ্রন্থটির অনুবাদক কে?
উত্তর। আরতি ঠাকুর।
(ছ) “দিবসের শেষে’ ছােটগল্পটির লেখক কে?
উত্তর। জগদীশ গুপ্ত।
(জ) কৈশােরকাল শিশুবিকাশের কোন স্তর?
উত্তর। তৃতীয় স্তর।
(ঝ) কত সালে জাতীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ চুরাশি এ মূল্যবােধের তালিকা প্রস্তুত করেছে?
উত্তর। ১৯৭৯ সালে।

৩। সংক্ষেপে লেখ।

(ক) শিবসাগরকে মাছধরা জায়গা’ বলা হত কেন?
উত্তর। ক্লিক

(খ) হাতীর বাচ্চাটি দেখতে চমৎকার’-হাতীর বাচ্চাটির বর্ণনা দাও।
উত্তর। কচ্ছি ভদ্রলােকের কাছ থেকে উপহারস্বরূপ পাওয়া হাতির বাচ্চাটি দেখতে।
পর ছিল। হাতির চোখগুলাে ছিল দুষ্টু দুষ্ট, শুড়টাও ছিল ছােট্ট ।

৪। টীকা লেখ :                                                                                              ৩+৩=৬
(ক) পাটনি অথবা বাউল
উত্তর। 
(খ) দিসাং নদী অথবা জ্যোতিদাদা।
উত্তর।
৫। যে-কোন চারটি প্রশ্নের উত্তর দাও :                              ৩x৪=১২
(ক) হীরু দত্ত গ্রামের লােকদের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞানুসারে তিনি কী করেছিলেন?
উত্তর।
(খ) শিবসাগরকে শেষ পর্যন্ত লেখকের পছন্দ হয়েছিল কেন? 
উত্তর। প্রথম অবস্থায় লেখকের শিবসাগর সম্পর্কে ভালাে ধারণা ছিল না। আসামকে।
কেউ কেউ মাছধরা জায়গা’ বলে ঠাট্টা করতেন। কিন্তু শিবসাগর যে প্রাচীন ঐতিহ্যবাহী
ও মহিমামণ্ডিত স্থান এই কথা উপলব্ধি করে লেখকের মনে বিরূপ ভাব ক্রমশ কমে গেল।
প্রাচীনকালের বিশাল বরপুখুরী বা বড় পুকুর পাড়ে অবস্থিত বিষ্ণুদেউল, দেবীদেউল ও
মাঝখানে থাকা শিবদেউল লেখকের মন আকৃষ্ট করেছিল; অর্থাৎ শিবসাগর সম্পর্কে
লেখকের মনে প্রথম অবস্থায় সৃষ্টি হওয়া বীতরাগ ধীরে ধীরে অনুরাগে রূপান্তরিত হল।
তার সঙ্গে দিখৌ নদীর অপর পারে অবস্থিত রং ঘর, কারেং ঘর, তলাতলি ঘর, জয়সাগরের
 দেউল ও জয়সাগর নামে প্রকাণ্ড পুষ্করিণী লেখকের মন আনন্দাপ্লুত করে তুলেছিল। তার
ফলেই লেখকের মনে শিবসাগর পছন্দের জায়গা হয়ে উঠেছিল।
 (গ) কার উদ্যোগে রবীন্দ্রনাথদের সভা গঠিত হয়েছিল? এটি কিসের সভা ?এই সভার সভাপতি কে ছিলেন?
উত্তর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে, স্বাদেশিকথার সভা, রাজনারায়ণ বসু।
ঘ) ‘ফুলের বিবাহ গদ্যাংশটির লেখক কে? ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল?
উত্তর। ফুলের বিবাহ’ গদ্যাংশটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
      ফুলের বিবাহ বৈশাখ মাসের এক তারিখে সম্পন্ন হয়েছিল।
(ঙ) “ছেলের আমার, এতক্ষণে হাসি ফুটেছে।”
উক্তিটি কোন্ পাঠ থেকে নেওয়া হয়েছে? বক্তা কে? ছেলের মুখে
হাসি ফোটবার কারণ কী?
উত্তর। উক্তিটি জগদীশ গুপ্তের “দিবসের শেষে’ পাঠ থেকে নেওয়া হয়েছে।


 ৬। যে-কোন তিনটি প্রশ্নের উত্তর দাও।                                                               ৩x৩=৯
(ক) গােবিন্দদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তার পিতা ও পিতামহের

নাম লেখ।
উত্তর। গােবিন্দদাস বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে নিজ মাতুলালয়ে

জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চিরঞ্জীব সেন ও পিতামহের নাম
পণ্ডিত দামােদর দাস সেন।
(খ) “অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ।

কোন গুণ নাহি তার কপালে আগুন।।”

পঙক্তি দুটিতে দ্ব্যর্থবােধক ভাষায় যে কথা বলা হয়েছে তা

স্পষ্ট কর।
উত্তর।
(গ) রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে কী ছড়িয়ে দেবেন
নিয়ে ভিখারি কী করবেন বলে ভেবেছিলেন?
উত্তর। 
(ঘ) কুলিমজুর' কবিতায় পাহাড় ভাঙার জন্য কোন কোন হাতিয়ার
ব্যবহারের কথা বলা হয়েছে?
উত্তর।
৭। উত্তর দাও :                                                                                      ৪x২=৮
| (ক) কৈশােরকালের যে-কোন্ দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আলােচনা কর।
উত্তর। 

থর দুধারে কী ছড়িয়ে দেবেন এবং তা
অথবা,
“আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান বােধ ও নিজস্বতার সংঘাত

কৈশােরকালের অন্যতম বৈশিষ্ট্য-আলােচনা কর।
উত্তর।
(খ) মূল্যবােধ শিক্ষা কি তােমার আবশ্যক বলে মনে হয়? তােমার উত্তরের
সপক্ষে যুক্তি দাও।
উত্তর।
অথবা,
যে-কোন দুটি মূল্যবােধ সম্পর্কে বিস্তারিত আলােচনা কর।
উত্তর। 
৮। সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।                                                                             ৪+৫=৯
(ক) আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।
উত্তর। (পৃষ্ঠা ৩৪; প্রশ্ন ৫)।


অথবা,

একের অসম্মান।
নিখিল মানব জাতির লজ্জা–
সকলের অপমান!
উত্তর। 

(খ) “যাহারা ভীরু তাহারাই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যুভয়ে পরা
থাকেন। বীর পুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যুভয়ের অতাত সমর্থ হন।”
উত্তর।
                          অথবা,
“তাহলে আর টাকার দরকার হবে না পােদ্দার। গয়নাগুলাে তুমি
ফেরত দিয়া যাও।”
উত্তর। 

৯। ক-অংশ ও খ-অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাওঃ                        ৫+৫=১০
(ক) অন্নদার আত্মপরিচয়' কবিতাটিতে তৎকালীন সমাজের যে ছবি ফুটে।
উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা কর।
উত্তর। 
অথবা,

বঙ্গভাষা' কবিতায় কবির আত্ম-অনুশােচনার কারণ নির্দেশ কর।

উত্তর। 
(খ) উচ্ছবের খিদের বর্ণনাই ভাত’ গল্পের মূল বিষয়। আলােচনা কর।

উত্তর। 

অথবা,

‘গণেশ জননী’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।

উত্তর।

১০। নির্দেশ অনুসারে উত্তর দাও :
(ক) নিচের যে-কোন চারটি প্রবাদ-প্রবচনের অর্থ লেখ :                                    ১x৪=৪
গঙ্গাজলে গঙ্গা পূজা, জুতাে সেলাই থেকে চণ্ডীপাঠ, ঝােপ বুঝে কোপ
মারা, ছাই ফেলতে ভাঙা কুলাে, উলুবনে মুক্তা ছড়ানাে।
উত্তর।  গঙ্গাজলে গঙ্গা পূজা—(যার জিনিস তা দিয়েই তাকে অভ্যর্থনা করা।)
    জুতাে সেলাই থেকে চণ্ডীপাঠ—(সকল প্রকার কাজ সম্পাদনা করা।)
   ঝােপ বুঝে কোপ মারা—(সুযােগের সদ্ব্যবহার করা)
   ছাই ফেলতে ভাঙা কুললা—(নগণ্য কাজের ব্যক্তি)
   উলুবনে মুক্তা ছড়ানাে—(অপাত্রে মূল্যবান জ্ঞান বিতরণ।)
(খ) নিচের যে-কোন চারটি বাগবিধির অর্থ লেখ ও বাক্যরচনা কর ।                 ২x৪=৮

গােবর গণেশ, ইচড়ে পাকা, অন্ধের যষ্টি, অরণ্যে রােদন, চোখের
বালি, তীর্থের কাক।


(গ) নিচের যে-কোন তিনটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর।

গুরুশিষ্য, উপকূল, পঞ্চবটী, ঘরজামাই, দশানন ।

উত্তর। গুরুশিষ্য = গুরু ও শিষ্য~দ্বন্দ্ব সমাস। [সমাস]

(ঘ) নিচের যে-কোন দুটি শব্দের দুটি করে প্রতিশব্দ লেখ।                              ১+১=২
অশ্ব, আকাশ, চন্দ্র, পক্ষী।                
উত্তর। প্রতিশব্দ
১১।যে-কোন একটি বিষয়ে রচনা লেখ: ১০                                                                        
(ক) অসমের কুটির শিল্প
উত্তর। ক্লিক
(খ) তােমার প্রিয় কবি
উত্তর। ক্লিক
(গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব।
উত্তর। ক্লিক
(ঘ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
উত্তর। ক্লিক


উত্তরের জন্য ক্লিক করবেন।

1 comment:

|| সারমর্ম ঃ দেবী অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে এসে মাঝিকে পার করে দেবার জন্য আহ্বান জানান। নদীর ঘাটে ঈশ্বরী পাটুনী নামে এক মাঝি তার ডাকে সাড়া ...