ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়:

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় ঃ

১। অজ্ঞান = ন জ্ঞান যার—বহুব্রীহি সমাস।
২। অত্যাচার = অতি যে আচারকর্মধারয় সমাস
৩। অদ্বিতীয় = ন দ্বিতীয় যার—বহুব্রীহি সমাস।
৪। অধরপল্লব = অধর পল্লবের ন্যায়—উপমিত কর্মধারয় সমাস
৫। অনভিজ্ঞ = নয় অভিজ্ঞ—নঞ তৎপুরুষ সমাস
৬। অনাদি = নাই আদি যার—ন বহুব্রীহি সমাস।
৭। অনাহার = আহারের অভাব—অব্যয়ীভাব সমাস।
৮। অনুজ = অনুতে (পশ্চাতে) জন্মে যে—উপপদ তৎপুরুষ সমাস
৯। অন্ধকারে = অন্ধ কারে যেন—উপপদ তৎপুরুষ সমাস।
১০। অন্যমনস্ক = নয় মনস্ক—নঞ তৎপুরুষ সমাস

১১। অবােধ = নাই বােধ যার—নএ বত্রীহি সমাস।
| ১২ অব্যক্ত = ব্যক্ত নয়—নঞ তৎপুরুষ সমাস।

১৩। অভ্যন্তরস্থ = অভ্যন্তরে স্থিত—অধিকরণ তৎপুরুষ সমাস
১৪। অভ্রান্ত = নয় ভ্রান্ত—নঃ তৎপুরুষ সমাস
১৫। অমিল = মিলের অভাব—নঞ তৎপুরুষ সমাস। [উঃ মাঃ ২০১৮]
১৬। অশােক = নাই শােক যার—নঞ বহুব্রীহি সমাস।
১৭। অশ্বারােহ = অশ্বে আরােহণ করে যে—উপপদ তৎপুরুষ সমাস
১৮। অষ্টধাতু = অষ্ট ধাতুর সমাহার—দ্বিগু সমাস।
১৯। অসহযােগ = সহযােগিতার অভাব—অব্যয়ীভাব সমাস [উঃ মাঃ ২০১৩]
২০। অসুস্থ = নয় সুস্থ-নঞ তৎপুরুষ সমাস।
২১। আগাগােড়া = আগা হইতে গােড়া পর্যন্ত—অপাদান তৎপুরুষ সমাস
২২। আলুসেদ্ধ = সিদ্ধ যে আলু–কর্মধারয় সমাস
২৩। আশেপাশে = আশে ও পাশে—দ্বন্দ্ব সমাস।
২৪। উচ্ছিষ্টভােজী = উচ্ছিষ্ট ভােজন করে যে—উপপদ তৎপুরুষ সমাস।
২৫। উত্তরােত্তর = উত্তর ও উত্তর—দ্বন্দ্ব সমাস ।
২৬। উপকথা = কথার সদৃশ—অব্যয়ীভাব সমাস
২৭। উপকূল = কূলের সদৃশ—অব্যয়ীভাব সমাস [উঃ মাঃ ২০১৩, '১৭, ১৮]
২৮। উপগ্রহ = গ্রহের সদৃশ—অব্যয়ীভাব সমাস।
২৯। উপবন = বনের সদৃশ—অব্যয়ীভাব সমাস।

[উঃ মাঃ ২০১২]
৩০। উপদ্বীপ = দ্বীপের সদৃশ—অব্যয়ীভাব সমাস। [উঃ মাঃ ২০১৬]
৩১।

উপবিভাগ = ক্ষুদ্র বিভাগ—অব্যয়ীভাব সমাস
৩২। কথাবার্তা = কথা ও বার্তা—সমার্থক সমাস।
৩৩। কদাকার = কু আকার যার—বস্ত্রীহি সমাস।
৩৪। কাকাবাবু = কাকা যে বাবু—কর্মধারয় সমাস।
৩৫। কাজলকালাে = কাজলের ন্যায় কালাে—উপমান কর্মধারয় সমাস
৩৬। কুবের = কু (খারাপ) বের (দেহ) যারবহুব্রীহি সমাস
৩৭ | কুলদেবতা = কুলের দেবতা—সম্বন্ধ তৎপুরুষ সমাস।
৩৮। কুসুম কোমল = কুসুমের মতাে কোমল—কর্মধারয় সমাস
৩৯। কোচাহাতে = কোচা হাতে—অলুক তৎপুরুষ সমাস।
৩০। ক্ষমাসুন্দর = ক্ষমা দ্বারা সুন্দরকরণ তৎপুরুষ সমাস।
৪১। খনিজ = খনিতে জন্মে যা—উপপদ তৎপুরুষ সমাস।
৪২। খাসমহল = খাস যে মহলকর্মধারয় সমাস।
ত্রিভুবন = তিন ভুবনের সমাহার—দ্বিগু সমাস 
দম্পতি = জায়া ও পতি -দ্বন্দ্ব সমাস।

দশহাতি = দশ হাত (পরিমাণ) যার বহুব্রীহি সমাস।
 দশানন = দশ আনন যার-বহুব্রীহি সমাস

৪৭। দানসামগ্ৰী = দানের নিমিত্ত সামগ্রী–সম্প্রদন তৎপুরুষ সমাস
৭৮। দু'কড়ি = দুটি কড়ির বিনিময় ক্রীত—দ্বিগু সমাস
৭৯। দুধেভাতে = দুধে ও ভাতে-স্বন্দ্ব সমাস ।
৮০। দুর্ভিক্ষ = ভিক্ষার অভাব-অব্যয়ীভাব সমাস।
৮১। দেবর্ষি = যিনি দেব তিনিই ঋষি-কর্মধারয় সমাস
৮২। দেশান্তর = অন্য দেশ অব্যয়ীভাব সমাস। 
৮৩। দ্বীপ = দ্বীপ দ্বারা পরিবেষ্টিত যে-উপপদ তৎপুরুষ সমাস
৮৪। ধর্মবহ্নি = ধর্ম রূপ বহি—রূপক কর্মধারয় সমাস
৮৫। নবরত্ন = নব রত্নের সমাহার——দ্বিগু সমাস
৮৩। নরাধম = নর মধ্যে অম-৭মী তৎপুরুষ সমাস।
৮৭। নিত্যক্রিয়া = নিত্য রা হয় যে ক্রিয়া—মধ্যপদলােপী কর্মধারয় সমাস
৮৮। নির্ধন = নিঃ (নাই) ধন যার—বহুব্রীহি সমাস
৮৯। নির্ভর = নাই ভর— তৎপুরুষ সমাস।
০। নিরামিষ = নিঃ আমিষ যাতে—বহুব্রীহি সমাস
 নিরূপমা = নাই উপমা যার (স্ত্রী) বহুব্রীহি সমাস
 নীললােহিত = যাহা নীল তাহাই লােহিত—কর্মধারয় সমাস । নীলাকাশ = নীল যে আকাশ-কর্মধারয় সমাস। |
। নীলােৎপল = নীল যে উৎপল-কর্মধারয় সমাস
। পঞ্চবটা = পঞ্চ বটের সমাহার—দ্বিগু সমাস
 পঞ্চভূত = পঞ্চ (পাঁচটি) ভূতের সমাহার—দ্বিগু সমাস
। পঞ্চানন = পঞ্চ আনুন যারবত্রীহি সমাস
। পদ্মানদী = পদ্মা নাম্নী নদী——মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
 পরােক্ষ = অক্ষির অগােচর-অব্যয়ীভাব সমাস।
। পশুপক্ষী = পশু ও পক্ষীদ্বন্দ্ব সমাস 
। পাঁচভরি = চ ভৰি পরিমাণ যার-বহুব্রীহি সমাস।
। পাপমতি = পালে মতি যার—বহুব্রীহি সমাস।
। পিতাপ = পিতা ও পত্র-দ্বন্দ্ব সমাস।
 পিতামাতা = পিতা ও মাতা-জ্বন্দ্ব সমাস
। পীতাম্বর = শীত অম্বর যার-বাহি সমাস ৩
গগনভেদী = গান ভেদ করে যে—উপপদ তৎপুরুষ সমাস।
। গরমিল = মিলের অভাব অব্যয়ীভাব সমাস।
। গাছপাকা = গাছে পাকা-৭মী তৎপুরুষ সমাস  .
। গায়ে হলুদ = গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে—অলুক বহুব্রীহি সমাস



। ঘনশ্যাম = ঘনের (মেঘের) ন্যায় শ্যাম—উপমান কর্মধারয় সমাস।


 ঘরজামাই = ঘরে পালিত জামাই—মধ্যপদলােপী কর্মধারয়।
ঘিভাত = যি দ্বারা মা ভাত—কর্মধারয় সমাস।
। চন্দ্রচূড় = চুড়ায় চন্দ্র যার—বহুব্রীহি সমাস
। চন্দ্ৰাপীড় = চন্দ্র আপীড় (শিরােভূষণ) যার-ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
। চরণকমল = চরণ কমলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস।
।চরিতামৃত = চরিত (চরিত্র) অমৃতের তুল্য উপমিত কর্মধারয় সমাস
 চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র মধ্যপদলােপী কর্মধারয় সমাস
চিরকাল = চির কাল—নিত্য সমাস।

 (বিকল্পে) চির যে কাল—কর্মধারয় সমাস
চিহ্নমাত্র = শুধুই চিহ্ন—নিত্য সমাস
 চৌমাথা = চারি মাথার সমাহার—দ্বিগু সমাস। 
চৌরাস্তা = চারটি রাস্তার সমাহার—দ্বিগু সমাস
 ছিন্নতন্ত্র = ছিন্ন যে তন্ত্র—কর্মধারয় সমাস,
 ছেলেমানুষ = ছেলে এমন মানুষ কর্মধারয় সমাস
 জন্মাবধি = জন্ম অবধি—অব্যয়ীভাব সমাস।
 ডাতিকুটুম্ব = জাতি ও কুটুম্ব—দ্বন্দ্ব সমাস
 জীবনবীমা = জীবন আশঙ্কায় বীমা—মধ্যপদলােপী কর্মধারয় সমাস
 টাকাটা = শুধুই টাকা—নিত্য সমাস
 টানাটানি = পরস্পরকে টানা ব্যতিহার বহুব্রীহি সমাস
ঠেলাঠেলি = পরস্পরকে ঠেলা ব্যতিহার বহুব্রীহি সমাস
 ডাকাবুকো = ডাকাতের মতাে বুক যার—বহুব্রীহি সমাস।
 তীর্থোদক = তীর্থের উদযষ্ঠী তৎপুরুষ সমাস
 তৃণশূন্য = তৃণ দ্বারা শুন্যকরণ তৎপুরুষ সমাস
 তেলচিটে = তেল দ্বারা চিটে—তৃতীয়া তৎপুরুষ সমাস।
 তৈলনিষিক্ত = তৈল দ্বারা নিষিক্তকরণ তৎপুরুষ সমাস
 ত্রিতাপ = তিনটি তাপের সমাহার—দ্বিগু সমাস
মনমাঝি = মন রূপ মাঝি—রূপক কর্মধারয় সমাস

মন্বন্তর = মনুর অন্তরসম্বন্ধ তৎপুরুষ সমাস
৪০। মশামাছি = মশা ও মাছি—দ্বন্দ্ব সমাস।
১৪১। মহাকাশ = মহা (মহান) যে আকাশ-কর্মধারয় সমাস
১৪২। মহারাজ = মহান যে রাজা–কর্মধারয় সমাস।
১৪। মহাশয় = মহৎ আশয় (চিত্র) যার—বহুব্রীহি সমাস
১৪৪। মাঝদরিয়া = দরিয়ার মাঝ-সম্বন্ধ তৎপুরুষ সমাস
১৪৫। মানবজমিন = মানব রূপ জমিন—রূপক কর্মধারয় সমাস
১৪৬। মায়ে-ঝিয়ে = মায়ে ও ঝিয়ে--অলুক দ্বন্দ্ব সমাস।
১৪৭। মুষ্টিমেয় = মুষ্টি দ্বারা মেয় (পরিমেয়)-তৃতীয়া তৎপুরুষ সমাস
১৪৮। মুখেভাত = মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে—অলুক বহুব্রীহি সমাস
১৪৯। মৃদুমন্দ = যা মৃদু তা মন্দ—কর্মধারয় সমাস
১৫০। মেঘে ঢাকা = মেঘে (অর্থাৎ মেঘ দ্বারা) ঢাকা—অলক করণ তৎপুরুষ সমাস
১৫১। যন্ত্রঘােড়া = যন্ত্রের নিমিত্ত ঘােড়া নিমিত্ত তৎপুরুষ সমাস
১৫২। যথারীতি = রীতিকে অতিক্রম না করে—অব্যয়ীভাব সমাস।
১৫৩। যুগান্তর = অন্য যুগ—নিত্য সমাস।
১৫৪। রক্ষশ্রেষ্ঠ = রক্ষকলের শ্রেষ্ঠ যিনি—কর্মধারয় সমাস
১৫৫। রত্নগর্ভা = রত্ন গর্ভে যার এমন জননীব্যাধিকরণ বহুব্রীহি সমাস
১৫৬। রবীন্দ্রোত্তর = রবীন্দ্রের উত্তর (পর)-ষষ্ঠী তৎপুরুষ সমাস।
১৫৭ রামানুজ = রামের অনুজ—সম্বন্ধ তৎপুরুষ সমাস
১৫৮ রাজপথ = পথের রাজা-সম্বন্ধ তৎপুরুষ সমাস
১৫৯। রাজপুত = রাজার পুত্র-ষষ্ঠী তৎপুরুষ সমাস।
১৬০। রাজশত্রু = রাজার শত্র—সম্বন্ধ তৎপুরুষ সমাস
৬১। রাজ্যপাল = রাজ্যকে পালন করেন যিনি—উপপদ তৎপুরুষ সমাস
১৬২। রাতকানা = রাতে কানা-সপ্তমী তৎপুরুষ সমাস।
১৬৩। লাঠিপেটা = লাঠির দ্বারা পেটা-করণ তৎপুরুষ সমাস
১৬৪। লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধব্যতিহার বহুব্রীহি [উঃ মাঃ ২০১৬)
১৬৫। শয়নকক্ষ = শয়নের নিমিত্ত কক্ষ নিমিত্ত তৎপুরুষ সমাস
১৬৬। শরণাগত = শরণকে আগতকর্ম তৎপুরুষ সমাস।
১৬৭। শরশয্যা = শর নির্মিত শয্য-মধ্যপদলােপী কর্মধারয় সমাস
১৬৮। শশব্যস্ত = শাশকের নায় বাব্দ–উপমান কর্মধারয় সমাস [উঃ মাঃ ২০১২)।
১৬৯। শাখাচ্যুত = শাখা হইতে চত—পঞ্চমী তৎপুরুষ

উঃ মাঃ ২০১৬)

মাস উঃ মাঃ ২০১৭)

পরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায়-উপমিত কর্মধারয় সমাস [উঃ মাঃ ।
পূর্বলক্ষিত = পূর্বে লক্ষিত-অধিকরণ তৎপুরুষ সমাস
প্রকৃতিগত = প্রকৃতিতে গতকরণ তৎপুরুষ সমাস
প্রতিগৃহে = গৃহে গৃহে-অব্যয়ীভাব সমাস
প্রতিচ্ছবি = ছবির সদৃশ—অব্যয়ীভাব সমাস
প্রতিদিন = দিন দিন—নিত্য সমাস
প্রতিফল = ফলের বিপরীত—অব্যয়ীভাব সমাস।
প্রতিবাদ = বাদের বিরুদ্ধে—অব্যয়ীভাব সমাস।
প্রশ্নকর্তা = প্রশ্ন করে যে—উপপদ তৎপুরুষ সমাস
ফুটিফাটা = ফুটির ন্যায় ফাটা—উপমান কর্মধারয় সমাস
বত্রাঘাত = বস্ত্রের আঘাত-সম্বন্ধ তৎপুরুষ সমাস
বনস্পতি = বনের পতি—৬ষ্ঠী তৎপুরুষ সমাস
বন্দুক পিস্তল = বন্দুক ও পিস্তলদ্বন্দ্ব সমাস
বনান্তর = অন্য বন—নিত্য সমাস।
বনেবাদাড়ে = বনে ও বাদাড়ে—অলুক দ্বন্দ্ব সমাস।
বারিধি = বারি ধারণ করে যে—উপপদ তৎপুরুষ সমাস
বেহায়া = হায়া নাই যারনঞর্থক বস্ত্রীহি সমাস
বিংশ শতাব্দী = বিংশ শতাব্দীর সমাহার—দ্বিগু সমাস।
বিপদাপন্ন = বিপদকে আপন্ন—দ্বিতীয়া তৎপুরুষ সমাস
| বিদ্যাবুদ্ধি = বিদ্যা ও বুদ্ধিদ্বন্দ্ব সমাস।
বিশ্বগ্রাসী = বিশ্বকে গ্রাস করে যে—উপপদ তৎপুরুষ সমাস।
বীণাপাণি = বীণা পাণিতে যার-ব্যাধিকরণ বহুব্রীহি সমাস [উঃ মাঃ ২০১৩)।
বিস্ময়াপন্ন = বিস্ময়ের দ্বারা আপন্নকরণ তৎপুরুষ সমাস
| বিশ্বামিত্র = বিশ্বের মিত্র—৬ষ্ঠী তৎপুরুষ সমাস।
বিদ্যাধন = বিদ্যা রূপ ধন—রূপক কর্মধারয় সমাস।
বীতশােক = বিগত হয়েছে শােক যাহার—বব্রীহি সমাস।
বেগতিক = গতিকের অভাব—অব্যয়ীভাব সমাস।
বেরসিক = ন রসিক—নঞ তৎপুরুষ সমাস।
ব্যক্তিনিরপেক্ষ = ব্যক্তি থেকে নিরপেক্ষ-অপাদান তৎপুরুষ সমাস
ব্যঢ়োরস্ক = বৃঢ় (বিশাল) উরস (বক্ষঃস্থল) যার—বব্রীহি সমাস।
মধুপ = মধু পান করে যে—উপপদ তৎপুরুষ সমাস।
মনগড়া = মনে গড়া—অধিকরণ তৎপুরুষ সমাস
| শারীরবিদ্যা = শরীর সম্বন্ধীয় বিদ্যা—মধ্যপদলােপী কর্মধারয় সমাস
| শুভঙ্কর = শুভ করেন যিনি—উপপদ তৎপুরুষ সমাস।
| শূলপাণি = শূল পাণিতে যার—বহুব্রীহি সমাস।
। শ্মশান = শবের শয়ান—সম্বন্ধ তৎপুরুষ সমাস
| শ্রীহীন = শ্রী দ্বারা হীন—করণ তৎপুরুষ সমাস
। সংসারযাত্রা = সংসার যাত্রার ন্যায়—উপমিত কর্মধারয় সমাস
| সকর্দম = কর্দমের সঙ্গে বর্তমান—সহাক বহুব্রীহি সমাস

সতীর্থ = সমান বা একই গুরু যার সহায়ক—বহুব্রীহি সমাস।
সভাস্থ = সভায় স্থিত—অধিকরণ তৎপুরুষ সমাস।
সরােবর = সরঃ (সরস = পদ্ম) জন্মে যাহাতে—উপপদ তৎপুরুষ সমাস
সস্ত্রীক = স্ত্রী সহ বর্তমান—সহাৰ্থক বহুব্রীহি সমাস ।
সহচর = সঙ্গে (সহ) চরে যে—উপপদ তৎপুরুষ সমাস
সহােদর = সহ (সমান) উদর যার—বহুব্রীহি সমাস
সাপেক্ষ = অপেক্ষার সহিত বর্তমান—অব্যয়ীভাব সমাস
সাবধান = অবধানের সহিত বর্তমান—সহাৰ্থক বহুব্রীহি সমাস।
সিংহশাবক = সিংহীর শাবক—সম্বন্ধ তৎপুরুষ সমাস।
সিংহশিশু = সিংহের শিশু-ষষ্ঠী তৎপুরুষ সমাস।
সিংহাসন = সিংহ চিহ্নিত যে আসন—মধ্যপদলােপী কর্মধারয় সমাস।

|

সিদুর কৌটা = সিদুর রাখার কৌটা—মধ্যপদলােপী কর্মধারয় সমাস
সিতাসিত = সিত ও অসিতদ্বন্দ্ব সমাস
সেতার = সে (তিন) তার যার—সংখ্যা বহুব্রীহি/তদ্ধিতার্থক দ্বিগু সমাস
স্থানান্তর = অন্য স্থান—নিত্য সমাস
স্নায়ুসূত্র = স্নায়ু সূত্রের ন্যায়—উপমিত কর্মধারয় সমাস
| স্নেহরস = স্নেহ রূপ রস—রূপক কর্মধারয় সমাস।
হতােদ্যম = হত হয়েছে উদ্যম যার—বহুব্রীহি সমাস।

| হাঁকরা = হাঁ করে যে—উপপদ তৎপুরুষ সমাস
হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ —ব্যতিহার বহুব্রীহি সমাস।
হাতেপায়ে = হাতে ও পায়ে—অলুক দ্বন্দ্ব সমাস।
হাটবাজার = হাট ও বাজার—দ্বন্দ্ব সমাস 



3 comments:

  1. খেতিপথাৰ টো কি হব

    ReplyDelete
    Replies
    1. খেতি আৰু পথাৰ দ্বন্দ সমাস

      Delete

|| সারমর্ম ঃ দেবী অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে এসে মাঝিকে পার করে দেবার জন্য আহ্বান জানান। নদীর ঘাটে ঈশ্বরী পাটুনী নামে এক মাঝি তার ডাকে সাড়া ...