প্রতিশব্দ ২য় বর্ষের আসাম

মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিষয়ক প্রতিশব্দ :

শরীর—অঙ্গ, দেহ, তনু, বপু, কলেবর।
মাথা—মস্তক, শির, মুণ্ডু, শীর্ষ, শির, শিয়র, উত্তমাঙ্গ, বরাঙ্গ।
চুল—কেশ, অলক, চিকুর, কুন্তল।।
কপাল—ললাট, অদৃষ্ট, মাথার খুলি, ভাগ্য।
কানকর্ণ, শ্রুতি, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়।।
দাঁতদন্ত, রদন, দর্শন, দংষ্ট্র, রদ, আশী।
নাক—নাসিকা, নাসা, শ্বসেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, গন্ধেন্দ্রিয়।
চোখ—চক্ষু, অক্ষি, আঁখি, নয়ন, নেত্র, লােচন।
মুখবদন, আনন, আস্য, মুখমণ্ডল, তুণ্ড।
জিয়া—আস্বাদনী, জিব, জিভ, রসনা রসনেন্দ্রিয়, লেহ।
হাত—হস্ত, বাহু, ভুজ, পাণি, কর।
পাপাদ, পদ, চরণ, ঠ্যাং, অধমাঙ্গ।

পরিজন-বিষয়ক প্রতিশব্দ :
পিতা-বাবা, জনক, জন্মদাতা, পিতৃদেব, তাত, আব্বা, বাপ।
মাতা—মা, জননী, প্রসবিনী, প্রসূতি, গর্ভধারিণী।
পুত্র—ছেলে, নন্দন, দুলাল, তনয়।।
কন্যা–মেয়ে, নন্দিনী, তনয়া, দুহিতা।
ভাই-ভ্রাতা, সহােদর, সহজ, সােদর।
বােন—ভগ্নি, ভগিনী, সহােদরা, সহজা, স্বসা।
জেঠা-জ্যাঠামশাই, জ্যাঠা, জ্যেষ্ঠতাত, পিতৃব্য।
জেঠিমা-জ্যাঠাইমা, জেঠি, জেঠাই, বড়মা।
কাকা-খুড়াে, খুড়া, খুল্লতাত, চাচা, পিতৃব্য।
কাকিমা-কাকি, খুড়ি, খুড়িমা, ছােটমা, চাচী।
ভাইপাে-ভাজ, ভাতৃপুত্র, ভ্রাতুস্পুত্র।
পিতামহ-ঠাকুরদাদা, ঠাকুরদা, দাদামশায়, দাদু, দাদা।
• প্রাণী-বিষয়ক প্রতিশব্দ :

মানুষ-মনুষ্য, নর, লােক, জন, মানব, ব্যক্তি।
কুকুরপুকুর, সারমেয়, স্থা, তত্তা।।
পাখি-পঙ্কি, বিহগ, খেচর, বিহঙ্গ, বিহঙ্গম, খগা।।
হাতি-হষ্ঠী, করা, গজ, দন্তী, মাতঙ্গ, কুঞ্জর, করেণু, ঐরাবত, বারণ।
ষড়যও, বৃষ, বৃষভ, বলদ, লীবর্দ।।
সর্প—সাপ, নাগ, ফণী, ভুজঙ্গ, বিষধর, অহি, উরগ, পন্নগ, পরগ। (উঃ মাঃ ২০১৮]
ভেড়া-মেড়া, মেষ, গাড়ল, গাড়র।
ঘােড়া—অশ, হয়, ৰাজী, ঘােটক, তুরঙ্গ, তুরঙ্গম।
গােরু-ধেনু, গাই, গাভী, গাে-ধেনু, গাে-ধন।।
বেড়াল-বিড়াল, বিল্লি, মার্জার, মেকুর, বাঘের মাসি।
মাছ-মৎস্য, মীন, মছলি, কন্টক, শকী।।
বাঘ-ব্যায়, কবর, শার্দুল, নরখাদক, শের।
বাছুর-গােবিংস, গাে-শাক, সোেহ্মা, নই।
ব্যাঙ-ব্যাং, ভেক, মক, দাদুর, পর্দুর।
উট-উঞ্জ, মরুতরণী, বক্রগ্রীব, মরুযান।।
ছাগল-ছাগ, অজ, গাঠা, বকা।।
মাকড়সা-উর্ণনাভ, লুতা, মর্কট, জালিক।
কোকিল-কলকষ্ঠ, পরভৃত, পিক, বসন্তদত, সন্তসখা।
ভ্রমর-অলি, মধুকর, মধুপ, মৌমাছি, ভৃঙ্গ, ভণ্ড।

দেবতা-বিষয়ক প্রতিশব্দ
ঈশ্বর—দশ, ধাতা, বিধাতা, পরমেশ, পশমেশ্বর ভগবান, বি, জগৎ
কৃষ্ণকেশব, গিরিধারী, গােপাল, গােবিন্দ, জনার্দন, মাধব, মুকুন্দ।
শিব—মহাদেব, নীলকন্ঠ, মহেশ্বর, শ, শঙ্কর, ভােলানাথ।
দুর্গা:- অভয়া, গেীরী, ভবানী, শিৰা, শিবানী, শার, সতী।
জলী -কমলা, নারায়ণী, পরা, পরালিয়া, পদ্মাসনা।

সরস্বতী—বাগদেবী, বীণাপাশি, ভারত, ওম, শুভা, সারদ।
• বিবিধ-বিষয়ক প্রতিশব্দ :
ঘর-গৃহ, গেহ, কুঞ্জ, আবাস, ভবন, নিলয়, আলয়, কুটির, নিকেতন।
বিদ্যালয় পাঠগৃহ, পাঠভবন, পাঠশালা, বিদ্যামন্দির, বিদ্যানিকেতন, শিক্ষালয়,
শিক্ষানিকেতন, শিক্ষায়তন।।
বস্ত্র-কাপড়, বসন, পরিধান, অম্বর, বাস।
রাস্তা-পথ, সড়ক, সরণি, মার্গ, বন্ধু।
ইচ্ছা-অভিলাষ, কাক্ষা, আকাক্সক্ষা, কামনা, ঈলা, অভাগা, বাঞ্ছা, বাসনা,
রুচি, অভিরুচি, সাধ, স্পৃহা, লি, আকিঞ্চন, মনােরথ।।
ণি -প্রভা, বিভা, রশ্মি, র, অংশু, দীপ্তি, জ্যোতি, দূতি, মরীচি।
দণ্ড-লাঠি, শান্তি, জরিমানা, যুদ্ধ, সময়ের বিভাগ (যেমন—পল, বিপল)।
দ্বিজদা , অণ্ডজ, প্রাণী, চন্দ্র।
ধারা-প্রকৃতি, প্রবাহ, ধষণ, আইনের বিভাগ, আচরণ।
পাত্র—আধার, ভাজন, যােগ্য ব্যক্তি, লােক, বর, অমাতা।
পাশপাশ, রঞ্জু (নাগপাশ) স্বাস, বকুণের অস্ত্র, গুচ্ছ, পাশা।
ব্যক্তি—নর, জন, মানব, মনুষ্য, লােক।
বন্ধু মিত্র, সখা, মিতা, সুহৃদ।
শিক্ষক গুরু, আচার্য, মাস্টারমশায়, অধ্যাপক।
ছাত্র-শিষ্য, পড়য়া, বিদ্যার্থী, শিক্ষার্থী।
রাজা - নৃপতি, নরপতি, নরেশ।
আকাশ-গগন, অম্বর, নীলিমা, নভঃ, ব্যোম, অভ্র, আশমান।
সূর্য - রবি , তপন, ভাস্কর, আদিতা, ভানু, দিমণি, সবিতা, দিবাকর।
চন্দ্ৰ-চাদ, শশধর, শশাঙ্ক, শশী, ইন্দু, নিশাকর।
পৃথিবীখরা, বসুন্ধরা, ক্ষিতি, মহী, ধরিত্রী, জগৎ, ভুবন। (উঃ মাঃ ২০১৮]
পর্বতগিরি, ভূধর, অচল, শৈল, অদ্রি, পাহাড়।
সুত্র-সাগর, সিদ্ধ, জলধি, অর্ণব, পারাবার, দরিয়া, রত্নাকর, বারিধি।

তটিনী, সরিং, প্ৰবাহিণী, স্রোতস্বিনী, স্রোতস্বতী।।

– জলাশয়, তড়াগ, দীঘি, পুস্পরিণী, সরসী, সরােবর।
ল—উক, নীর, বারি, অম্বু, সলিল, পানি, জীবন।

অনিল, সমীর, সমীরণ, মরুৎ, মারুত, বাতাস, পকন, হাওয়া।
মেঘ-জলধর, বারিদ, নীরদ, জলদ, ঘন, জীমূত, বারিধর।
বন—অরণ্য, কানন, জঙ্গল, দাব, বনানী, অটবি, কান্তার, বিপিন।
উদ্যান—উপবন, কুঞ্জ, বাগ, বাগান, বাগিচা।
ফুল—কুসুম, পুষ্প, প্রসূন।
পদ্ম—অজ, অরবিন্দ, ইন্দীবর, উৎপল, কমল, কোকোনদ, পঙ্কজ, শতদল, রাজীব,

| সরােজ।
বৃক্ষ—গাছ, তরু, শাখী, বিটপী, পাদপ, দ্রুম, মহিরুহ।
বিদ্যুৎ—বিজলি, তড়িৎ, চপলা, দামিনী, অশনি, চঞ্চলা, সৌদামিনী, ক্ষণপ্রভা।
দিন—দিবা, দিবস।
রাত্রিরাত, নিশা, রজনী, যামিনী, বিভাবরী।
অগ্নি—অনল, আগুন, বহ্নি, হুতাশন, সর্বভুক, বিভাবসু, পাবক, বৈশ্বানর।
নক্ষত্র—তারা, তারকা, জ্যোতিষ্ক, সিতারা, তারক।


No comments:

Post a Comment

|| সারমর্ম ঃ দেবী অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে এসে মাঝিকে পার করে দেবার জন্য আহ্বান জানান। নদীর ঘাটে ঈশ্বরী পাটুনী নামে এক মাঝি তার ডাকে সাড়া ...