অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর



প্রশ্ন ১। গােবিন্দদাসের আদি পদবি কী ছিল?
উত্তর। গােবিন্দদাসের আদি পদবি ছিল সেন।

প্রশ্ন ২। গােবিন্দদাসকে কী উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর। কবিরাজ।

প্রশ্ন ৩। অভিসারের পূর্বপ্রস্তুতি’ পদটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর। বৈষ্ণব পদকল্পতরু' গ্রন্থের অন্তর্গত।

প্রশ্ন ৪। গােবিন্দদাসের দীক্ষাগুরুর নাম কী?
উত্তর। শ্রীনিবাস আচার্য।

প্রশ্ন ৫। গােবিন্দদাস কোন যুগের কবি?
উত্তর। গােবিন্দদাস মধ্যযুগের চৈতন্য-পরবর্তী যুগের কবি। '

প্রশ্ন ৬। বাংলা সাহিত্যজগতে পদাবলীর উৎকর্ষতার জন্য গােবিন্দদাসকে কী নামে
ডাকা হয়?
উত্তর। দ্বিতীয় বিদ্যাপতি' নামে ডাকা হয়।

প্রশ্ন ৭। তােমার পাঠ্যগ্রন্থের অন্তর্ভক্ত গােবিন্দদাসের পদটির নাম কী?

উত্তর। অভিসারের পূর্বপ্রস্তুতি। '

প্রশ্ন ৮ রাধার পদতল কেমন?
উত্তর।কমল-সম বা পদ্মফুলের ন্যায়।

প্রশ্ন ৯। “মঞ্জীর ......... ঝাপি।”       (শূন্যস্থান পূর্ণ কর)
 উত্তর। চীরহি।

প্রশ্ন ১০। অভিসারের পূর্বপ্রস্তুতি’ বৈষ্ণব পদাবলির কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
উত্তর। অভিসার পর্যায়ের অন্তর্ভুক্ত।।

প্রশ্ন ১১। কোন পর্যায়ের পদের জন্য গােবিন্দদাস বিখ্যাত?
 উত্তর। অভিসার’ পর্যায়ের পদের জন্য।

প্রশ্ন ১২। যে রমণী অভিসার করেন তাকে কী বলা হয়?
 উত্তর। অভিসারিকা।

প্রশ্ন ১৩৷ ‘অভিসারের পূর্বপ্রস্তুতি পদে কে, কার জন্য অভিসার করেছেন?
উত্তর। শ্রীরাধা অভিসার করেছেন কৃষ্ণের জন্য।

প্রশ্ন ১৪। রাধা কার আহ্বানের জন্য অপেক্ষা করছেন?

উত্তর। শ্রীকৃষ্ণের আহ্বানের জন্য অপেক্ষা করছেন।
প্রশ্ন ১৫। কণ্টকগাড়ি’ পদটি কোন গ্রন্থের কোন্ পদের অনুসরণে লেখা ?

উত্তর। কবিন্দ্রবচন সমুচ্চয়’-এর ‘মার্গে পঙ্কিনী’ পদের অনুসরণে লেখা।
প্রশ্ন ১৬৷ অভিসারের পথে রাধার প্রথম বাধা কোনটি?
উত্তর। রাধার নিজের পরিধেয় নূপুর।

প্রশ্ন ১৭। গােবিন্দদাসের সঙ্গে অপর এক বৈষ্ণব কবির নাম শােনা যায়, যিনি ষোড়শ
শতকের মধ্যভাগে বর্তমান ছিলেন। তিনি কে?
উত্তর। জ্ঞানদাস।

প্রশ্ন ১৮। কেন রাধা বস্ত্রখণ্ড দিয়ে নূপুর আবৃত করছেন?
উত্তর। রাধা যাতে নিঃশব্দে পথ চলতে পারেন তাই।

প্রশ্ন ১৯। যাত্রাপথ কীরকম হতে পারে?
উত্তর। পিচ্ছিল এবং কর্দমাক্ত হতে পারে।

প্রশ্ন ২০। রাধার অভিসার আসলে কী?
উত্তর। শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার নিরন্তর সাধনা।
প্রশ্ন ২১। কৃষ্ণের আহ্বান কখন আসতে পারে?

উত্তর। রাধা মনে করেন, যে-কোন সময়ে কৃষ্ণ তাকে আহ্বান করতে পারেন।
প্রশ্ন ২২। অভিসারের পথে দুর্গমতার একটি উদাহরণ দাও।
উত্তর। পথে অন্ধকার রাতে সাপের ভয়।
প্রশ্ন ২৩। সাপের ওঝাকে রাধা দক্ষিণস্বরূপ কী দেবেন?

উত্তর। রাধা তার হাতের কঙ্কণ (অলংকার) দক্ষিণাস্বরূপ দেবেন।
প্রশ্ন ২৪। গুরুজনদের কথার কী উত্তর দেন রাধা?  উত্তর। অসংলগ্ন উত্তর।

No comments:

Post a Comment

|| সারমর্ম ঃ দেবী অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে এসে মাঝিকে পার করে দেবার জন্য আহ্বান জানান। নদীর ঘাটে ঈশ্বরী পাটুনী নামে এক মাঝি তার ডাকে সাড়া ...